প্রত্যেক মানুষই চাই সাফল্যের পেছনে দৌড়াতে৷ কিন্তু চাওয়ার পেছনে আবার দুইটি অর্থ বহন করে৷এক.জেগে জেগে,দুই.ঘুমিয়ে ঘুমিয়ে৷ এখানে জেগে অর্থ হলো পরিশ্রম /অধ্যবসায়৷ আর ঘুমিয়ে মানে হলো শুধুমাত্র নিজের ভাবনাই৷ আজ আমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র -ছাত্রী, আমাদের মনে রাখতে হবে একসময় আমরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছিলাম -আমরা পারবো জয়লাভ করতে৷ কিন্তু আমরা পারি নাই৷ না পারার কারণ কি??জানো?? না পারার কারণ হলো আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখেছিলাম তাই৷ তাই,আজ থেকে আমাদের শপথ নিতে হবে আমরা যেনো জেগে জেগে স্বপ্ন দেখতে পারি৷৷